IQNA

ভিডিওগ্রাফি | দূর থেকে হযরত আব্বাস (আ.)এর মাজার কিভাবে জিয়ারত করবেন?

20:55 - April 29, 2020
সংবাদ: 2610691
তেহরান (ইকনা)- করোনার প্রাদুর্ভাবের কারণে ইরাকের পবিত্র মাজারে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজারের যোগাযোগ বিভাগ দূরবর্তী অঞ্চল থেকে এই পবিত্র মাজার জিয়ারতের জন্য বিশেষ পদ্ধতি চালু করেছে।

ইরাকের বাহিরে অবস্থানরত যেসকল ব্যক্তি হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজার জিয়ারত করতে ইচ্ছুক, তারা এখন থেকে ০০৯৬৪৭৬০২১১১০০০ নম্বরে কল করে এই পবিত্র মাজার জিয়ারত করতে পরবেন।

কল করলে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ হবে এবং এক মিনিটের জন্য হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজারের ভিডিও দেখা যাবে। iqna

 

 

captcha